সর্বশেষ খবর

বাগমারা বেলঘরিয়া পাবলিতে দুর্বৃত্তদের দেওয়া বিষে তিন লক্ষ টাকার ক্ষতি- বাগমারা টাইমস






সাজু মাহমুদ বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেলঘরিয়া হাট গ্রামের পোস্ট অফিসের নিচে সোমবার অনুমানিক রাত এগারো ঘটিকায় কীটনাশক বিষ প্রয়োগে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এতে এলাকাজুড়ে শোকের বন্যা বয়ে যাচ্ছে।


ঘটনা সূত্রে জানাজাই,অত্র গ্রামের একজন আম কুড়াতে যাওয়ার পথে মাছ লাফালাফি করছে বলে তার ছেলে ক্লাবের সদস্য হওয়ায় ফোন করে বলে,পরবর্তীতে দেখা যায়,দুর্বৃত্তরা পাবলিতে বিষ প্রয়োগ করেছে।


বেলঘরিয়াহাট গ্রামের সকল শ্রেণি পেশার মানুষ সহ (বিশেষ করে যুবসমাজ ও ছাত্র বন্ধুদের) উন্নয়নের কথা ভেবে, বেলঘরিয়াহাট ইয়াংস্টার ক্লাবের সকল সদস্য বিন্দুদের নিয়ে গত চার মাস আগে বেশ মোটা অংকের টাকার বিভিন্ন প্রজাতির মাছ পাবলিতে  ছাড়া হয়েছিল, দুর্বৃত্তর দেওয়া বিষ প্রয়োগে, হাজারো নতুন উদ্যোক্তার মন মানুষিকতা ভেঙ্গে গেছে। 



ইয়াংস্টার ক্লাবের তরুন এক উদ্যোক্তা বলেন শান্তির বাগমারায় কেনো আমরা অশান্তির আগুনে কেনো জ্বালানী কাঠের মত জ্বলবো,আমরা চাই স্বাধিনতা যেখানে স্বাধিন দেশে স্বাধিন মত বাঁচতে পারবো,স্বাধিন ভাবে জিবিকা উপার্জন করতে পারবো, কেনো আমাদের সপ্ন ভেঙ্গে যাবে। আমারা এর সুষ্ঠু বিচার চাই।


বেলঘরিয়াহাট ইয়াংস্টার ক্লাবের সকল সদস্য বিন্দু বাগমারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন