তাহেরপুরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করায় ইমন নামে একজনকে আটক
সাওয়ার স্বাধীন স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী বাগমারা তাহেরপুর পুলিশ ফাঁড়ির সামনে তার নিজ বাসা হতে অভিযুক্ত ইমনকে আটক করা হয়।
মামলার বাদীর এজাহার সুত্রে জানাযায় হাফিজুর রহমান নামে একব্যাক্তির মেয়েকে প্রেমের জালে ফাসায় তাহেরপুর পৌর সভার চকিরপাড়া মহল্লার এনামুলের ছেলে ইমন।
গত ১৪ই মে ঈদের দিন দেখা করার নাম করে চুমু খাওয়া ছবি মোবাইলে ধারন করে।পরে রাত আনুমানিক ৯ টার দিকে মেয়ের ব্যবহিত ফোনে কলকরে কুৎ প্রস্তাবনদেয় আটককৃত ইমন। প্রস্তাবে রাজি না হলে চুমু খাওয়া ছবি নেটে ছেড়ে দেবারও হুমকি দেন ইমন। পরে রাত আনুমানিক ১১ টার সময় অনেকে জানান তার চুমু খাওয়া ছবি ইমন ফেসবুকে আপলোড করেছে।পরে ভিকটিম পিতা মাতার সাথে পরামর্শ করে বাগমারা থানায় মামলা দায়ের করেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ বলেন,ফেসবুকে আপত্তি ছবি পোস্ট করায় ভিকটিমের পিতার দায়ের করা এজাহারের পেক্ষিতে ইমন নামে এক জনকে আটক করা হয়েছে।আটককৃত ব্যাক্তিকে জেলহাজতে পেরন করা হবে।