করোনার বিধি-নিষেধে এবারও ঈদগাহে নয় মসজিদে হচ্ছে ঈদের নামায
মোহাম্মাদ আলী তোহা বাগমারা টাইমসঃ
করোনা মহামারীর প্রভাবে বিশ্বজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে,এরইমধ্যে পার হয়েছে মুসলিমদের সবচেয়ে বড় উৎসবের দুই ঈদ।আগামীকাল সারা বাংলাদেশে পালিত হবে আরও একটি ঈদুল ফিতর,কিন্তু করোনা মহামারীর স্বাস্থ্যবিধি মানতে ঈদগাহে ঈদের নামাজের জামাত করা সম্ভব হচ্ছে না।সরকারের স্বাস্থবিধির নিয়ম অনুযায়ী কোন ঈদগাহে ঈদের নামাজ জামাতে আদায় করা যাবে না,প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে।এতে সাধারণ মুসল্লিদের মন খারাপ হলেও করোনার কথা মাথায় রেখে সবাই সাবধানতা অবলম্বন করতে ইচ্ছুক।
অনেক মুসল্লী আবার দুঃখ প্রকাশ করে বলেছেন সারা বছর পর একটা দিন আমরা ঈদগাহে নামাজ পড়ি যাতে অনেক লোকের একসাথে দেখা হয়,সবাইকে ভালো লাগে কিন্তু সেটা এখন করতে পারছি না।তবুও সবাই যেন করোনা স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকেন,ভালো থাকেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন।