আমের ফলন ভালো হওয়াতে লাভের আশা দেখছেন কৃষকরা
আশিক ইসলাম স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউপির মুগাইপাড়া, মির্জাপুর, কোন্দা,খালগ্রাম, হাটখুজিপুর যে গ্রামেই তাকাই সেখানেই নেংড়া, গোপালভোগ,খেড়ি,আমরুপালী,মহনভোগ লক্ষনভোগ, হিমসাগর,ইত্যাদি আম চোখে পড়ে। আমকে বলা হয় ফলের রাজা।
কেবল স্বাদে মিষ্টি বা ত্বককে ভালো রাখাই নয়, এর মধ্যে রয়েছে এমন অনেক পুষ্টিগুণ যা শরীরকে ভালো রাখে। সারা বিশ্বে প্রায় এক হাজার প্রজাতির আম রয়েছে। প্রায় সাড়ে চার হাজার বছর আগে হিমালয়ের আশপাশের সমতলভূমিতে এ ফলটি আবিষ্কৃত হয়েছিল। আমের শহর হিসাবে পরিচিত রাজশাহী জেলা। তবে কৃষকরা আশা করেন এবার আগাম ঝড় না হওয়াতে আম খুব বেশি নষ্ট হয়নি।
জেলায় এবার ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৮৩। যদিও করোনা ভাইরাস এর কারনে সেভাবে গাড়ি চলাচল না করাতে তাদের বেশি ভাড়া গুনে ঢাকাই আম পাঠাতে হবে। সরকারি নির্দেশ মোতাবেক ১৫ মে থেকে কিছু কিছু আম বাজারে আসবে। এই নিয়ে আউচপাড়া ইউপি সহ আশেপাশের বিভিন্ন ইউপিতে গিয়ে দেখা যাই আমের বাম্পার ফলন হয়েছে।