সর্বশেষ খবর

নিঃস্বার্থ মানবসেবা সংস্থার উদ্যোগে ১৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ






স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ

পবিত্র মাহে রমজান অতি সামনে ঈদের উৎস কে ভাগাভাগি করতে নিতে নিঃস্বার্থ মানবসেবা সংস্থার উদ্যোগে অসহায় দুঃস্থ খেটে-খাওয়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সংস্থাটির সদস্যবৃন্দগন। 

মানবসেবা সংস্থা সভাপতি শহিদুল ইসলাম তুহিনের ও সাধারণ সম্পাদক ফিরোজ সুলতানের  নেতৃত্বে চলে করোনা কালিন সময় ধরে মানুষের পাশে এগিয়ে এসেছে বার বার খাদ্য সামগ্রী নগদ অর্থ রাস্তাঘাট সংস্কৃকারে এগিয়ে এসেছে সংস্থাটি নিঃস্বার্থ ভাবে মানব সেবায় তাদের মুললক্ষ্য এরজন্য নাম রেখেছেন নিঃস্বার্থ মানবসেবা সংস্থা 





নিঃস্বার্থ  মানবসেবা সংস্থার পক্ষ থেকে শ্রীপুর গোয়াকান্দা ১৫০ পরিবার মাঝে ঈদ উপহার মধ্যে ছিলো লাচ্চা, সোমাই, চিনি, বিরানির চাউল, খুরমা খেজুর, বাদাম ও কিসমিস বিতরণ করেন সংস্থারটি


এই সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি শহিদুল ইসলাম তুহিন সাধারণ সম্পাদক ফিরোজ সুলতান যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমন সহকারী কোষাধ্যক্ষ মোঃ নয়ন আলী মোঃ কামাল মোঃ স্বপন সহ ২১ জনের একটি বিশেষ টিম