গ্লোবাল ভিলেজ ফেডারেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
প্রিন্স স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ
১২/০৫/২০২১ রোজ বুধবার সারাদিন ঘুরে ঘুরে বাগমারা হেল্পলাইন গ্রুপের এডমিন মৌসুমী আক্তার মৌ, ডাঃ আলমগীর কবির,আব্দুল বারী,মাসুদ রানা,সাখাওয়াত হোসেন,আব্দুল মালেক,গোলাম কুদ্দুস রকি ,মাজফুজুর রহমান,মাহফুজুর রহমান সোহাগ নিজ তহবিল হতে
১৬২ টি পরিবারের মাঝে বাগমারা সোনাডাঙা ইউনিয়ন সহ পাশ্ববর্তী মান্দা ও আত্রাই থানার, বেশ ফতেপুর, হাটকালুপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে ঈদ উপহার বিতরণ করা হয় বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন গ্লোবাল ভিলেজ ফেডারেশন
বিতরণি উপকরণের মধ্যে ছিলো, লাচ্ছা,সেমাই,চিনি,তেল,সাবান
এছাড়া উপস্থিত ছিলেন মানিকুল ইসলাম মানিক,আব্দুর রাজ্জাক, রাজিব আহমেদ সহ আরো অনেকে