এক শূন্য গোলে ভবানীগঞ্জ পৌরকে হারিয়ে ফাইনালে শ্রীপুর ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক, বাগমারা টাইমসঃ
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) শিরোপা লড়াইয়ে ২টি (দুই) গ্রুপ, যথাক্রমে ক- গ্রুপে ৮টি দল এবং খ- গ্রুপে ১০টি দলের অংশ হিসেবে ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (৩০ মে) শ্রীপুর ইউনিয়ন দুপুর সাড়ে তিনটায় ১ম সেমিফাইনালে ভবানীগঞ্জ পৌরসভা টিমকে- ( ভবানীগঞ্জ-০) ১ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যত্যা অর্জন করে শ্রীপুর ইউনিয়ন।
উল্লেখ্য, গত (২৯ মে) সকাল সাড়ে দশটায় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর প্রতিনিধিত্বে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে খেলাটির শুভ উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ মোঃ এনামুল হক।