সর্বশেষ খবর

জোকাবিলে হামলা ও ভাংচুরের প্রকাশিত সংবাদের প্রতিবাদ- বাগমারা টাইমস





মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ

গত, ২৭ জুন অনলাইন সংবাদ মাধ্যম সহ কয়েকটি পত্রিকায় বাগমারার জোকাবিলে আ'লীগের দুই গ্রুপে উত্তেজনা হামলা ও ভাংচুরের শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। এক প্রতিবাদ লিপিতে বাসুপাড়া ইউনিয়ন আ'লীগের সদস্য ও বিশিষ্ট মৎসজীবি মো: জাবের আলী আলোচ্য নিউজে তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবী করে বলেন, জোকা বিলটি নরদাশ ইউনিয়নে অবস্থিত।


ওই বিলে মাছ চাষকে কেন্দ্র করে কথিত দ্বন্দ্ব হাঙ্গামার সাথে আমি কোন ভাবেই জড়িত নই। সেখানকার ঘটনা সম্পর্কে আমি বিন্দুমাত্র অবগত নই। সেখানে কে বা কাহারা আমার প্রতি হিংসাত্মক মনোভাব নিয়ে আমাকে রাজনৈতিক ও সামাজিত ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে এবং আমার বক্তব্য না নিয়ে যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। 



প্রতিবাদকারী: 

মো: জাবের আলী

সদস্য, বাসুপাড়া ইউপি আ'লীগ ও 

মৎসজীবি, বাসুপাড়া, বাগমারা, রাজশাহী।