সর্বশেষ খবর

বাগমারায় মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক-বাগমারা টাইমস






মাহফুজুর রহমান প্রিন্স স্টাফ রিপোর্টারঃ

উপজেলার ঝিকরা ইউনিয়নের রাইসেনোপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজ শনিবার (১৯ জুন) ভোর ৫ ঘটিকার সময় নিজ বাসভবনে বাধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহে ওয়া ইনা ইলাহি রাজিউন)। 


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকাল তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ কন্যা রেখে গেছেন। শনিবার বিকেল ৫ ঘটিকার সময় নিজগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গারস্থানে তাকে দাফন করা হয়েছে। 


মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। মরহুমের জানাযায় ইউএনও শরিফ আহম্মদের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ এলাকার বীর মুক্তিযোদ্ধা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 


মরহুমের  মেজো পুত্র বাগমারা বরেদ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র উপ-সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম উজ্জল তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে তাঁর আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করছেন।