সর্বশেষ খবর

বাগমারা তাহেরপুর পৌরসভায় পৌর যুবদলের মাস্ক বিতরণ-বাগমারা টাইমস







নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ তীব্র হারে বৃদ্ধি পাওয়ায় তাহেরপুর পৌরসভায় পৌর যুবদলের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়।


রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তাহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান (মিন্টু) এবং যুবদলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন এর নির্দেশনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে করোনাকালীন এই দুঃসময়ে তাহেরপুর বাজারের বিভিন্ন স্থানে মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।


তাহেরপুর পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও পৌর যুবনেতা নাসিম রেজা (সুজন), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুনকির সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, তাহেরপুর পৌর তারুণ্যের দলের আহ্বায়ক ও পৌর যুবনেতা রাসেল ফরাসি, সহ পৌর যুবদল ছাত্রদলের নেতাকর্মী ওহাব সরদার, আরিফুল ইসলাম রাহি, বারিক সরদার, বানি ইসরাইল, মিজান , রিয়াদ , সামিউল সহ আরো অনেকেই ।