সর্বশেষ খবর

স্বাস্থ্যবিধি মেনে অধ্যাপক মখলেছুর রহমানের দাফন কার্য সম্পন্ন- বাগমারা টাইমস

 



নিজস্ব প্রতিবেদকঃ


গত মঙ্গলবার দিবাগত রাত ১০.১৫ মিঃ রাজশাহী জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাগমারা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক মখলেছুর রহমান মন্ডল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 


মরহুমের জানাজার নামাজ আজ বুধবার, বেলা ১২:০০ ঘটিকার সময় একডালা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।


মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ।



তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হোন। প্রথমে করোনা পজেটিভ হলেও পরে নেগেটিভ আসে। পরে আবারও করোনা পজেটিভ হোন তিনি। মঙ্গলবার রাত, ১০:১৫ মিঃ রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক মখলেছুর রহমান মন্ডল। 



মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। অধ্যাপক মখলেছুর রহমান মন্ডলের বাড়ি বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের তাহির একডালা গ্রামে। অধ্যাপক মখলেছুর রহমান মন্ডল ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।