সর্বশেষ খবর

বাগমারায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত- বাগমারা টাইমস





মাহফুজুর রহমান প্রিন্স স্টাফ রিপোর্টার বাগমারা: 

বাংলাদেশ এবং আওয়ামী লীগ একই সুতোই গাঁথা। আওয়ামী লীগকে বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। আওয়ামী লীগ জাতির প্রাণ বাঙ্গালী ভ্রমরা। আওয়ামী লীগের হাত ধরেই পেয়েছি স্বাধীন দেশ এবং লাল সবুজের পতাকা। আওয়ামী লীগের ঋণ বাঙ্গালী কোন দিন শোধ করতে পারবেনা। আওয়ামী লীগ জাতিসত্তাকে বিকশিত করেছে। আওয়ামী লীগের অর্জন বাংলাদেশের অর্জন। 



বুধবার, সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে বাগমারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। 




তিনি আরো বলেন, নতুন প্রজন্মের মাঝে আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরতে হবে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজো দেশের কল্যাণে কাজ করে চলেছেন। স্বাধীনতা বিরোধী চক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মাণ ভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সংগঠনকে শেষ করে দেয়ার জন্য। তাদের সেই চিন্তা ভাবনা ভেঙ্গে দিয়েছে তাঁরই সুযোগ্য কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার মৃত্যুর পর আওয়ামী লীগকে সুসংগঠিত করতে শক্ত হাতে হাল ধরেছেন তিনি। পিতার স্বপ্নেকে বাস্তবায়ন করতে  সর্বদায় কাজ করে চলেছেন। 



সংগঠনকে শক্তিশালী করতে নির্দিষ্ট সময় পরপর সম্মেলনের মাধ্যমে দলের গতিশীলতা ঠিক রেখেছেন। আওয়ামী লীগের নেতৃত্বে আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। সবাইকে সংগঠনের নিয়মনীতি মেনে সংগঠনিক চর্চা করে যাওয়ার আহ্বান জানান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। 



উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু। 



বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।