বাগমারা করোনায় আক্রান্ত সংখ্যা ২০০ ছাড়িয়েছে- বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
রাজশাহীর বাগমারায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২০২ জন ছাড়িয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে বিকাল ৫ টার পর বিভিন্ন বাজার লকডাউন করা হচ্ছে। জনসাধারণ চলাচলেও আরোপ করা হয়েছে বিধি নিষেধ। যত বেশি করোনার নমূনা পরীক্ষা করা হচ্ছে ততো বেশি আক্রান্ত হচ্ছে করোনায়।
সোমবার (২১ জুন) বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জনের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে ১৮ জনের দেহে। পরীক্ষা বেশি হলে আক্রান্তের সংখ্যা বাড়বে বলে ধারনা চিকিৎসকদের। পরীক্ষার সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের রোগী।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এ এসে পরীক্ষার ভিত্তিতে করোনা পজিটিভ হয়েছে ২০২ জন। এদের মধ্যে অনেকেই আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে। সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে যাচ্ছেন রোগীরা।
বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, পরীক্ষা করা ছাড়া করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও নির্ণয় করা সম্ভব না। অনেকের মধ্যেই করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে। লোক লজ্জার ভয়ে অনেকে করছেন না করোনার নমূনা পরীক্ষা। এন্টিজেন টেস্ট এর মাধ্যমে একজন ব্যক্তি করোনা পরীক্ষা করলে ১০ মিনিটের মধ্যে ফলাফল দেয়া হচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসার পরে বাগমারার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।