সর্বশেষ খবর

বাগমারায় কমছে সবজির দাম- বাগমারা টাইমস




নিজস্ব প্রতিবেদক, বাগমারা টাইমসঃ

পৃথিবী যখন নিস্তব্ধ, চারিদিকে করোনা ভাইরাস সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে তখনি সবজি বাজারে ক্রেতাদের আনাগুনা বৃদ্ধি পাচ্ছে। করোনা পরিস্থিতি ও করোনা ভাইরাস প্রতিরোধে শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ ও ডাক্তাররা।


এর ফলে বাজারে সবজি দাম বৃদ্ধি পেলেও এই সপ্তাহে রাজশাহী বাগমারা উপজেলা তাহেরপুর হাটে ঘুরে দেখা যায়, কাঁচা বাজার বিশেষ করে সবজি পণ্য দাম অনেকটা কমে এসেছে। যা ক্রেতাদের ক্রয়ের সামর্থ নাগালে। 


আজ শুক্রবার (১৮ জুন) তাহেরপুর সবজি-কাঁচা বাজার ঘুরে জানা গেছে, বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা, লেবু হালি মূল্য ১০ টাকা, পটল ২০ টাকা, বেগুন ৫০ টাকা, করলা ৬০ টাকা, কাকরুল ৫০ টাকা, ছোট কুমড়া (পিচ) ২০ টাকা, কচুর লতি ৩০ টাকা, মিষ্টিকুমড়া ১৫ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৫ টাকা, কলা (হালি) ২০ টাকা, বরবটি ৪০ টাকা, এছাড়া পুঁইশাক (প্রতি-আঁটি) ১০ টাকা টাকায় বিক্রি হচ্ছে।


সবজির দামের বিষয়ে বাজারের জনৈক ব্যবসায়ী বলেন, সবজির দাম তুলনামূলক কম। আমরা অল্প লাভেই সবজি বিক্রি করছি। স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাজের সময় স্বাস্থ্যবিধি মানা ও মানানো অনেক কঠিন। নিজে সচেতন না হলে এটা সম্ভব না। কার আগে কে সদাই নেবে সে প্রতিযোগিতায় সবকিছু ভুলে যায়। যদিও বলা হয় দূরত্ব বজায় রাখতে কিন্তু এতে কোনো লাভ হয় না। আর দূরত্ব বজায় রাখতে হলে দীর্ঘলাইন পড়ে যায়। তখন পাশের দোকানদারের সমস্যা হয়। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে হবে সরকারকে আরো কঠোর হতে হবে।