বাগমারায় অর্ধশত গাঁজার গাছ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স স্টাফ রিপোর্টারঃ
বুধবার (০৯ জুন) অনলাইন সংবাদ মাধ্যম সহ কয়েকটি পত্রিকায় ”বাগমারায় প্রায় অর্ধশত গাঁজার গাছ সহ একজন গ্রেফতার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাগমারার মাড়িয়া ইউনিয়নের তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মনিরুজ্জমান চঞ্চল এর পরিবার।
এক প্রতিবাদ লিপিত তারা বাড়ির পাশে ইটের প্রাচীর দেওয়া স্থান হতে উদ্ধারকৃত গাছগুলোকে বিভিন্ন জংলী জাতীয় গাছ ও জংলী আগাছা দাবী করে বলেন, সেখানে প্রাচীর দেওয়া স্থানে প্রাকৃতিক ভাবে কিছু জংলী আগাছা গাছ গজিয়ে ওঠেছে। কে বা কাহারা প্রতিহিংসা মূলক সেখানে গাঁজা চাষ হচ্ছে মর্মে পুলিশকে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়েছে। তারা পূর্ব পরিকল্পিত ভাবে মনিরুজ্জামান চঞ্চলকে ফাঁসানোর জন্য কথিত জংলী আগাছা জাতীয় গাছকে গাঁজার গাছ আখ্যায়িত করে পুলিশকে বিভ্রান্ত করেছে।
প্রকৃত গাঁজার গাছের সাথে এসব গাছের কোনোই মিল থাকার কথা নয়। বিষয়টি পরীক্ষা করলেই বুঝা যাবে। আর এভাবে বাড়ির সন্নিকটে সামান্য ইট দিয়ে ঘেরা প্রায় উন্মুক্ত স্থানে কেউ গাঁজার চাষাবাদ করবে এটা একেবারেই হাস্যকর। তাই আমরা যথাযথ আইন শৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষের নিকট নিবেদন করছি বিষয়টি নাটকীয় প্রতিহিংসা মূলক ও ভিত্তিহীন। একটি স্বার্থান্মেষী মহল নিরাপরাধ মনিরুজ্জামান চঞ্চলকে ফাঁসানোর জন্য মিথ্যাচার ও
ষড়যন্ত্র শুরু করেছে।
আমরা প্রকাশিত সংবাদের জোর প্রতিবাদ জানাছি। সেই সাথে জাতীর বিবেক সাংবাদিক ভাইদের প্রকৃত সত্য তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী:
মনিরুজ্জামান চঞ্চলের পক্ষে
তার পরিবারের সদস্যবর্গ
সাং তেলিপুকুর গাঙ্গোপাড়া
বাগমারা, রাজশাহী।