বাগমারা যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে মাস্ক বিতরণ-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
রাজশাহী জেলা পুলিশের নির্দেশনায় বাগমারা উপজেলার যোগিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০জুন) সকাল থেকে সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সচেতনতা বৃদ্ধি করতে এ মাস্ক বিতরণ ও প্রচার কার্যক্রমম অনুষ্ঠিত হয়।
উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে যোগিপাড়া ইউনিয়নের ভাগনদী বাজার ও হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া, তালঘরিয়া বাজার, পলিথিন বাজার, রাঁয়াপুর, হামিরকুৎসা বাজারসহ বিভিন্ন স্থানে প্রায় এক হাজার মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।
এ সময় সাধারণ মানুষদের করোনার সংক্রমন রোধে সকল কে স্বাস্থ্য বিধি মেনে চলতে আহ্বান জানানো হয়। সেই সঙ্গে সরকারি সকল নির্দেশনা মেনে চলতে বলা হয়। এর প্রচার হিসেবে পুলিশ রাস্তায় রাস্তায় বাজারে বাজারে এলাকার জনসাধারন কে ঘরের বাইরে প্রয়োজনে বের হলে মাস্ক পরিহিত অবস্থা ছাড়া বের হওয়া যাবেনা বলে সকল কে অবহিত করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, যোগী
পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন, সহকারী উপ-পরিদর্শক মুশফিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
যোগিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কবির হোসেন বলেন, উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জেলা পুলিশের নির্দেশনায় জনসাধারন কে সচেতন করার লক্ষে মাস্ক বিতরণ ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।