সর্বশেষ খবর

বাগমারায় রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কে সংবর্ধনা প্রদান।

 



বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় এ উপলক্ষে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেন বাগমারা উপজেলা আওয়ামী লীগ।


জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি মেরাজ উদ্দীন মোল্লার মৃত্যু জনিত কারনে সম্প্রতি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক অনিল কুমার সরকারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় বাগমারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা সংবর্ধনা প্রদান করা হয়েছে। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির হাতে সম্মাননা ক্রেস্ট, উপহার সহ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। 


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, দলের পদ পদবী নিয়ে কোন লুকোচুরি করা যাবে না। আওয়ামী লীগের রাজনীতি জনকল্যাণের কাজে লাগাতে হবে। পদ নিয়ে যারা দৌড়াদৌড়ি করে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। আওয়ামী লীগের পদ টাকায় বিক্রয় হয় না। টাকা থাকলেই সভাপতিও হওয়া যায় না। কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। আওয়ামী লীগের রাজনীতি করলে জাতির পিতার আদর্শকে অন্তরে ধারন করতে হবে। বেঈমান, মুনাফিকদের হাতে আর দায়িত্ব দেয়া হবে না। আওয়ামী লীগ করলে সংগঠনের আদর্শ মেনে চলতে হবে। গায়ের জোরে সবকিছু পাওয়া যায় না। 


প্রধান অতিথি আরো বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কিছু দিনের মধ্যে একটি আধুনিক কার্যালয় নির্মাণ করা হবে। জমি দিয়েছি এবার ভবন নির্মাণের পালা। জেলা আওয়ামী লীগকে গতিশীল করতে সকল ভেদাভেদ ভুলে ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারের নেতৃত্বে সবাইকে আহ্বান জানান তিনি। সভাপতির নেতৃত্বেই চলবে রাজশাহী জেলা আওয়ামী লীগ। 


বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, জাহাঙ্গীর আলম হেলাল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ এবং অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ভবানীগঞ্জ বণিক সমিতি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।