বাগমারায় সাব-রেজিস্ট্রারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাগমারায় সাব-রেজিস্ট্রার অফিসার তাহাজ্জোত হোসেন ও তার পরিবার দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁদের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় বাংলাদেশ দলিল লেখক সমিতি ভবানীগঞ্জ শাখার আয়োজনে দলিল লেখক সমিতির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতি ভবানীগঞ্জ শাখার সভাপতি অহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শামীম মীরের সঞ্চালনায় দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক রউচ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ নাজমুল হক, কার্যকরী সদস্য নইমুদ্দীন, শাহীনুর রহমান, আমজাদ হোসেন, আফজাল হোসেন, মকলেসুর রহমান, জাহাঙ্গীর আলম সাই, নকল নবিশ বাগমারা উপজেলা শাখার সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মুস্তাক আহম্মেদ প্রমুখ।
এ সময় বাংলাদেশ দলিল লেখক সমিতি ভবানীগঞ্জ শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান।