রাজশাহী ডিআইজি’র তাহেরপুর পরিদর্শন- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:
রাজশাহী বিভাগের রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বিপিএম (বার) রাজশাহীর ঐতিহ্যবাহী স্থান দূর্গাপূজার উৎপত্তিস্থল রাজা কংস নারায়নের স্মৃতিবিজড়িত তাহেরপুর পৌরসভা পরিদর্শন করেছেন। ডিআইজি আব্দুল বাতেন তাহেরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনা পরিদর্শন শেষে তাহেরপুরের মেয়র আবুল কালামের মৎস চাষ প্রকল্প দেখে বিস্ময় প্রকাশ করেছেন।
তিনি বলেন, তাহেরপুর একটি ঐতিহাসিক স্থান। আমি রাজশাহীতে যোগদানের তিন দিনের মাথায় তারেপুরে দূর্গাপূজা দেখতে এসেছিলাম। আজ মেয়র আবুল কালামের আমন্ত্রণে সেই তাহেরপুরে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখানে মেয়র সাহেবের মৎস চাষ প্রকল্প দেখে আমি অভিভূত হয়েছি। এই প্রকল্পে ১৫ থেকে ২০ কেজি ওজনের রুই কাতলা চাষ করা হয়েছে। এই প্রকল্প একটি মডেল। এর মাধ্যমে মানুষের কর্মসংস্থান হচ্ছে সেই সাথে দেশের উৎপাদনও বাড়ছে। মেয়রের এই প্রচেষ্টা এলাকার শিক্ষিত বেকারদের জন্য একটি অনুসরনীয় দৃষ্টান্ত। পরে তিনি মৎস চাষ প্রকল্পের একটি দিঘীতে হুইল দিয়ে মাছ শিকার করেন।
শনিবার, দুপুরে বারোটার দিকে ডিআইজি আব্দুল বাতেন তাহেরপুর মেয়রের নিজ মহল্লা জামগ্রামে পৌছান। এ সময় তাঁকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় ডিআইজি’র সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম, পিপিএম, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ, ওসি তদন্ত আফজাল হোসেন, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক, তাহেপুর পৌরসভার প্যানেল মেয়র বাবুল খাঁ, কাউন্সিলর এরশাদ আলী, কার্তিক সাহা, মিন্টু সহ ভবানীগঞ্জ সকরারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক সহ পৌর আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।