বাগমারার বিভিন্ন মসজিদ ও মন্দিরের অবকাঠামোগত উন্নয়নে ‘আর্থিক অনুদানের চেক বিতরণ-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
রাজশাহীর বাগমারায় বিভিন্ন মসজিদ ও মন্দিরের ধর্ম মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার, বেলা ১১ টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলার ২৩টি মসজিদ ও ৪টি মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ও মন্দির কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে অনুদানের এই চেক তুলে দেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, বাগমারা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।