সর্বশেষ খবর

বাগমারায় কঠোর লকডাউন সত্ত্বেও গ্রামীণ বাজারে মানছে না স্বাস্থ্য সচেতনতা



নিজস্ব প্রতিবেদক, বাগমারা টাইমসঃ

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সারাদেশে চলছে কঠোর লকডাউন। সংক্রমণ ব্যাপকহারে বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না বেশির ভাগ মানুষ।


স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমণে ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে রাজশাহী বাগমারা উপজেলার গ্রামীণ বাজারগুলোতে এখনও তেমনটি মানছেন না কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা। পরিস্থিতি এমন যে, সেখানে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার দৃশ্যপট তেমনটি চোখে পড়েনি। 


শুক্রবার (১৮ জুন) সরেজমিনে রাজশাহী বাগমারা যাত্রাগাছী বাজার সহ হামিরকুৎসা, একতারিয়া, তালঘড়িয়া, কালিগঞ্জ, গোয়ালকান্দি, তাহেরপুর বাজারে ঘুরে দেখা যায়, মানছেন না নিরাপদ শারীরিক দূরত্ব।


পাশাপাশি বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক ছাড়াই বেচা কেনা করতে দেখা গেছে। অনেকের মাস্ক থাকলেও ব্যবহারে উদাসীন। অনেকে আবার মুখে মাস্ক পরলেও সেটি আবার কারো কারো ঝুলছে থুঁতনিতে। এছাড়া বাজারে ছোট ছোট চায়ের দোকানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শারীরিক দূরত্ব বজায় না রেখেই এসব চলতে দেখা গেছে।