বাগমারার ইউএনও সহ প্রশাসনের আটজন করোনায় আক্রান্ত- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:
বাগমারার উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ (৪০) ও তাঁর একমাত্র পুত্র সন্তান অর্ক (৮) সহ ইউএনও অফিস ও উপজেলা ভূমি অফিসের আটজন করোনায় আক্রান্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার, সরকারি মেডিকেল টিম এসে তাদের (এ্যান্টিজেন) নমুনা পরীক্ষা করে। পরে পরীক্ষার রিপোর্ট তাদের করোনা পজিটিভ ধরা পড়ছে বলে জানান ইউএনও অফিসের গোপনীয় শাখার অফিস সহকারি (সিএ) শহিদুল ইসলাম।
করোনা আক্রান্ত অন্যরা হলেন, ইউএনও অফিসের গোপনীয় শাখার অফিস সহকারি (সিএ) শহিদুল ইসলাম (৫২) সুইপার হরেন চদ্র (৩৮) উপজেলা চেয়ারম্যানের অফিস সহকারি শহিদুল ইসলাম বাচু (৩৪), ভূমি অফিসের কানুঙ্গ রেজাউল করিম (৪০) একই অফিসের জমা সহকারি জিয়াউর রহমান (৩৫) ও পিয়ন আব্দুল হান্নান (৩৯)।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে আক্রান্তদের শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে সরকারি মেডিকেল টিমের সদস্যদের খবর দেওয়া হলে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমান মেডিকেল টিমের প্রধান বাগমারা মেডিকেলের কর্মকর্তা ডাক্তার মোতালেব হোসেন তাদের নমুনা সংগ্রহ পরীক্ষার মাধ্যমে তাদের করোনা পজিটিভ পান। ইউএনও শরিফ আহম্মেদ সহ করোনা আক্রান্ত এই আটজন বর্তমান হোম কোয়ারেন্টেনে রয়েছেন এবং তাদর চিকিৎসাসহ অন্যান্য সার্বিক পরামর্শ দিচ্ছেন বাগমারা মেডিকেলের কর্মকর্তা চিকিৎসক ডা: মোতালেব হোসেন।
তিনি জানান, আক্রান্তদের আমরা হোম কোয়ারেন্টেনে রেখে চিকিৎসা সহ সার্বিক দেখা শুনা চালিয়ে যাচ্ছি। ইউএনও অফিসের অফিস সহকারি (সিএ) শহিদুল ইসলাম জানান, আমরা করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার সাথে সাথেই অফিস বন্ধ করে দিয়েছি। জরুরী কাজ গুলো বাসায় হোম কোয়ারেন্টেনে থেকে অনলাইনের মাধ্যমে চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের করোনা মুক্তির জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে বাগমারাবাসীর সেবায় আবারও মনোনিবেশ করত পারি।