সর্বশেষ খবর

বাগমারার ১৩নং,গোয়ালকান্দি ইউপিতে রাস্তা দখল করে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ

 




নিজস্ব প্রতিনিধি বাগমারা টাইমসঃ

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপির তেলিপুকুর বাগবাজারে পাকা রাস্তার ১৮ফিট জায়গা দখল করে অবৈধভাবে  বিল্ডিং নির্মাণ হচ্ছে।

তেলিপুকুর গ্রামের আক্কাস আলী মাষ্টার প্রভাব খাটিয়ে তেলিপুকুর বাগবাজারে  ৬তলা ফাউন্ডেশন বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করতেছে।

এলাকার লোকজন জানায়, রাস্তার ১৮ফিট জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে এতে করে পাকা  রাস্তা সংকুচিত হচ্ছে জনগণ যানবাহন নিয়ে চলাচল করতে গেলে যানজটে জনদূর্ভোগ সৃষ্টি হবে ও

রাস্তায় মারাত্নক দূর্ঘটনার সৃষ্টি হবে।

আমরা এলাকাবাসী অতিদ্রুত উপজেলা প্রশাসনের অতিদ্রুত হস্তক্ষেপ কামনা করছি। 

এ ব্যপারে গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, আমি সড়জমিনে গিয়ে বিল্ডিং তৈরি করতে নিষেধ করে আসছি ।

এছাড়া উপজেলা প্রকোশলী ও উপজেলা ভাইস চেয়ারম্যান এর নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তার ১৮ফিট জায়গা দখল করে বিল্ডিং কার্যক্রম চলমান রয়েছে।

আমি এ বিষয়ে বাগমারার সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক কে অবগত করছি তিনি এ বিষয়ে অতিদ্রুত ব্যবস্থা গ্রহন করবেন ইনশাহআল্লাহ।