বাগমারায় নয় বছরের শিশু ধর্ষণ গ্রেফতার এক
মাহাফুজুর রহমান প্রিন্স স্টাফ রিপোর্টারঃ
বাগমারায় নয় বছরের এক শিশুক ধর্ষনের অভিযোগ পুলিশ আব্দুর রাজ্জাক (৩২) নাম এক ধর্ষককে গ্রেফতার করছে পুলিশ এবং ধর্ষনের শিকার শিশু প্রথম বাগমারা মেডিকেল প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর ওয়ার স্টপ ক্রাইসিস সটার(ওসিসি) তে পাঠানা হয়েছে। এই ঘটনায় ধর্ষনের শিকার শিশুর পিতা বাদী হয়ে ধর্ষক আব্দুর রাজ্জাককে আসামী করে বাগমারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, যোগিপাড়া ইউনিয়নে নখাপাড়া গ্রামে ধর্ষন শিকার ওই শিশুটি গতকাল বুধবার বেলা সাড়ে দশটার দিকে একই গ্রামের আব্দুর রাজ্জাকর(৩২) বাড়ির পাশ অন্যান্য শিশুদের সাথে খেলছিলো। আব্দুর রাজ্জাক আবু তাহর পুত্র এবং গ্রামের বখাটে লম্পট হিসাব পরিচিত। খেলার সময় শিশুটির পানির পিপাসা পেলে আব্দুর রাজ্জাকের বাড়িতে পানি পান করার জন্য প্রবেশ করে। এ সময় আব্দুর রাজ্জাক বাড়িত অন্য কেউ না থাকার সুযোগ শিশুটিক ফুসলিয় শয়ন ঘর নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির যনাঙ্গ দিয়ে রক্তপাত শুরু হলে শিশুটি চিৎকার ও কানাকাটি শুরু করে ধর্ষনে শিকার শিশুটির চিৎকার ও কানাকাটি শুনে পাশে তার খেলার সঙ্গী অন্যান্য শিশুরা আব্দুর রাজ্জাকর বাড়িতে প্রবেশ করলে আব্দুর রাজ্জাক বাড়ি থেকে পালিয়ে যাই। পরে প্রতিবেশি ও ধর্ষনের শিকার শিশুর পিতামাতা খবর পাই ঘটনা স্থলে এসে আহত শিশুক উদ্ধার করে বাগমারা মেডিকেল নিয়ে যায়। ধষর্ণের এই ঘটনাটি বাগমারা থানায় জানানো হলো দুপুরের মধ্যই পুলিশ অভিযান চালিয় ধর্ষক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করত সক্ষম হয়। ধর্ষন এই ঘটনাটি ও ধর্ষক আব্দুর রাজ্জাক গ্রফতারর বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাক আহম্মদ জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে ধর্ষককে গ্রেফতার করত সক্ষম হয়ছি। ধর্ষনের শিকার শিশুটির অবস্থা নাজুক। তাকে বাগমারা মেডিকেল জরুরী চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল ওয়ান স্টপ ক্রাইসিস সটার(ওসিসি) ত পাঠানা হয়েছে এই ঘটনায় শিশুর পিতা বাদী হয় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন।