বাগমারার আউচপাড়া ইউনিয়নের খালগ্রাম বাজার জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি এনামুল
আশিক ইসলাম স্টাফ রিপোর্টারঃ
গত, শনিবার (২৯ মে) বেলা ১১.৩০ মিনিটে রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের খালগ্রাম বাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিঃ মোঃ এনামুল হক।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ মোঃ এনামুল হক বলেন, বাগমারায় কোন মসজিদ অচল অবস্থায় পড়ে থাকবে না। এলাকাবাসীর সহযোগিতায় তিনি আরও উন্নয়ন করতে চান। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এলাকাবাসী বলেন এই মসজিদটি ছোট ছিল। বাজারে গেলে ঠিকমতো নামাজ পড়ার যায়গা পাওয়া যেত না, এখন এই মসজিদটি হওয়াতে বাজারের সকল মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবে। এই মসজিদটি হওয়াতে তারা সবাই খুশি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, আউচপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর নেতাকর্মীবৃন্দ।