সর্বশেষ খবর

বাগমারার মচমইলে তরুছায়া-র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

 




আশিক ইসলাম :স্টাফ রিপোটারঃ

বাগমারা উপজেলার মচমইলে তরুছায়া নামক সেচ্ছাসেবী  সংগঠন এর উদ্যোগে গরীব ও অসহায় ১৩০ জন পরিবারের  মাঝে বেলা ১১ টায় মচমইল ডিগ্রি কলেজ হলরুমে ঈদ উপহার বিতরণ  করা হয়। সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে ঈদ সামগ্রী বিতারণ করা হয়। ঈদ সামগ্রীর মধো ছিলো, লাচ্ছা, সেমাই, চিনি,সয়াবিল তেল, ইত্যাদি। 


সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিমা আক্তার, সাধারন সম্পাদক মেহেদী হাসান রিপন,সহ সভাপতি নাজমুল , আশিকুর,যুগ্ন সাধারন সম্পাদক নির্জন, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদিন,দপ্তর সম্পাদক  শাহরিয়ার জামান, প্রচার সম্পাদক খাইরুল,জেমস,  মানব কল্যাণ সম্পাদক রুমন প্রমুখ।এবং তিন জন গরিব ও অনাথ শিশুকে ঈদ সামগ্রি ও  বস্ত্র দেওয়া হয়। তাদের স্লোগান ব্যাস্ততাই সুস্থতা মানুষের ভালো থাকার প্রধান লক্ষণীয়।