সর্বশেষ খবর

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সজল সরকার | বাগমারা-টাইমস



নিজস্ব প্রতিনিধিঃ

বাগমারা উপজেলার গোয়ালকান্দি  ইউপির ৩নং রামরামা ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সজল সরকার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

১মাস সিয়াম সাধনার পর  পবিত্র মাহে রমজান মাস শেষে ঈদ

উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাগমারা উপজেলার

গোয়ালকান্দি ইউপির  জন দরদী,

গরীব, দুঃখী, মেহনতি মানুষের বন্ধু গোয়ালকান্দি ইউপির 

কৃতি সন্তান  ৩নং রামরামা ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সজল সরকার। 

তিনি এক ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন যে, ঈদ

মানে আনন্দ, ঈদ মানে খুশি। 

পবিত্র ঈদ উল-ফিতর প্রতি

বছর আমাদের জন্য নিয়ে আসে অনাবিল সুখ,শান্তি, হাসি,

আনন্দ। 

ঈদ আমাদের জাতীয় উৎসব। তাই

আমাদের জাতীয় জীবনে বিদ্যামান অশান্তি দূর

করায় আমরা নিতে পারি, শান্তি প্রতিষ্ঠার

উদ্যোগে যদি তা সম্ভব হয় তবেই এই

জাতীয় উৎসব আমাদের জীবনের সব

ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে। 

আর সেটাই

সবার প্রত্যাশা।

উপজেলাবাসি সহ সবাইকে জানাই ঈদের 

শুভেচ্ছা, ঈদ মোবারক।