বাগমারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বাসুপাড়া ইউপি
রাজশাহী বাগমারা উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) আয়োজন করে বাগমারা উপজেলা প্রশাসন। গত (২৯ মে) সকাল ১১ টায় ৫৫, রাজশাহী-৪ বাগমারা সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক এমপি আনুষ্ঠানিক ভাবে খেলার শুভ উদ্বোধন করেন। (অনূর্ধ্ব-১৭) ১৬ টি ইউনিয়ন ও ২ টি মোট ১৮ টি দলের খেলা অনুষ্ঠিত হয়। গতকাল প্রথম ও দ্বিতীয় ধাপের খেলা হয় এবং আজ সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সন্ধার আগ মুহুর্তে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা শ্রীপুর ইউনিয়নকে পেলান্টি ০২ গোলের মাধ্যমে হারিয়ে জয়ী টফি জিতে নেন বাসুপাড়া ইউনিয়ন। বিকাল ছয়টায় চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ বিতরণ করা হয় এমপি এনামুল হকের উপহার টফি, নগদ অর্থ ও সম্মাননা ও চ্যাম্পিয়ন টফি।
এই সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) রেফারি দায়িত্বে ছিলেন পুরো টুনামেন্ট জুড়ে রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া বাংলাদেশ ফেডারেশন। মনোমুগ্ধকর ধারাভাষ্যক ছিলেন নজরুল ইসলাম সহ আরো অনেকেই।