সর্বশেষ খবর

আমাদের_তাহেরপুর কবিতা লেখক-ডাঃমুরাদ হোসেন (নিউরোমেডিসিন বিশেষজ্ঞ)


বাগমারা টাইমস ডেক্সঃ




আমাদের_তাহেরপুর

লেখক- ডাঃ মুরাদ হোসেন(নিউরোমেডিসিন বিশেষজ্ঞ)

 

ছোট্ট একখানা শহর 

আছে বিচিত্র সব নহর

তট বাঁধা বারনাই নদী

লাগে তাহা ক্ষুদ্র তোয়ধি 


কুঞ্জ কুঞ্জ পানের বরজ

মৃদু তানে আসমানের গরজ

সারি সারি বৃক্ষরাজি 

পুষ্পে পুষ্পে ভরা সাজি


মাছে পূর্ণ তাহার সরোবর

 স্তুপ স্তুপ শস্যের আগার 

বিলঝিল টানে যে মনন

বিন্দু বিন্দু সিন্ধু কানন


নানা ঐতিহ্যে লাগে বিচিত্র 

যেন ভালবাসার বহিত্র 

রুপ ঝুরি আঁখির বাহারে

রাহা জুড়ি সবুজ দুধারে


মানুষের মাঝে বাঁধন 

জোগায় তাহা ইন্ধন 

এইতো মোদের তাহেরপুর 

যেন প্রেমের এক অন্তঃপুর