বাগমারায় রংধনু মানব উন্নয়ন সংগঠনের পক্ষ হতে শতাধিক পরিবারে ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ
পবিএ মাহে রমজান শেষের দশক। অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মাস সিয়াম পালনের শেষে পবিত্র ঈদুর ফিতর সেই লক্ষে রংধনু মানব উন্নয়ন সংগঠন এর উদ্যোগে রাজশাহী জেলা বাগমারা উপজেলা, হামিরকুৎসা ও মাড়িয়া ইউনিয়নে সাঁকোয়া,বলিদাপাড়া,শীতলাই, খামারপাড়া, ঘুরে ঘুরে গরিব অসহায় দুঃস্থ ১৪০ টি গরিব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন রবিউল ইসলাম (লিটন) রংধনু মানব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক হাত দিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, চিনি,লাচ্ছা, সেমাই, তেল,
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার মুল্য উদ্দেশো রংধনু মানব উন্নয়ন সংগঠনের।
এই সময় উপস্থিত ছিলেন রংধনু মানব উন্নয়নের সকল সদসবৃন্দ তাদের সহযোগীতার সামাজিক দুরন্ত বজায় রেখে ও সরকারি বিধিনিষেধ মেনে ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনটি।