সর্বশেষ খবর

বাগমারার জোঁকা বিলে বিষ প্রয়োগ, মাছ নিধনের অভিযোগ- বাগমারা টাইমস

 


মাহফুজুর রহমান প্রিন্স 

(সিনিয়র স্টাফ রিপোর্টার) বাগমারা: 

রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের জোঁকা বিলে সদ্য অবমুক্তকরণকৃত মাছে বিষ প্রয়োগ করছে দুর্বৃত্তরা। সেই সাথে মাছ পাহারা দিতে তৈরিকৃত ভাউড়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলাও হয়েছে। চলতি বছর জোঁকা বিলে মাছ চাষের লক্ষ্যে তিন দিনে রুই, কাতলা, মৃগেল, চিতল, ফলি সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৭০ মন মাছ বিলের একটি জলাধারে মজুদ করেন মৎস্যচাষী সহ জমির মালিকরা। এতে করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। রবিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে চাষের জন্য মজুদকৃত মাছে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের পরে সেখান থেকে মাছ ধরে উপজেলার হাট-গাঙ্গোপাড়া সহ বেশ কয়েকটি মৎস্য আড়ৎতে গিয়ে সেগুলা বিক্রয় করে।


সোমবার ভোরে বিলে মজুদকৃত মাছ ধরছিলো লোকজন। বিষয়টি দেখতে মৎস্য চাষীদের মধ্যে বাবুল নামের একজন সেখানে যাই। সেখানে গিয়ে তিনি দেখতে পান সকল মাছ মরে পানিতে ভেসে উঠেছে। বিষয়টি তাৎক্ষনাত অন্যদের জানায়। পরে ঘটনাটি মুঠোফোনের মাধ্যমে বাগমারা থানা পুলিশকে অবহিত করেন ক্ষতিগ্রস্তরা। পরে সেখানে পুলিশ গিয়ে খোঁজখবর নেয়।


গ্রামবাসীরা জানায় , ইতোপূর্বে জোঁকা বিলে মাছ চাষকে কেদ্র করে ৩ বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিলো। ওই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কতিপয় সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ওঠায় তাদের সেখানে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের কারণেই সেখানে প্রতিপক্ষরা প্রতিহিংসামূলক বিষ প্রয়োগের ঘটনা ঘটাতে পারে বলে তাদের ধারণা।


বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ওই ঘটনায় কোন পক্ষই এখনও অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদারকি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।