সর্বশেষ খবর

বাগমারায় মুক্তিযোদ্ধাদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

 




মাহফুজুর রহমান প্রিন্স, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পূর্ণমিলনী ও মত বিনিময় সভার আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল তার সূর্য্যপাড়া মহল্লার নিজ বাসভবন  মঙ্গলবার (১৮ মে) দুপুর উপজলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর সদস্যদর আমন্ত্রণ জানান। দুপুরে বীর মুক্তিযোদ্ধাগন আব্দুল খালেকের বাসভবন উপস্থিত হয়ে এক অপরের সাথে ঈদ শুভেচ্ছা ও মত বিনিময় করেন। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল

ঈদ শুভেছা ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, আব্দুল গাফফার, আব্দুল জবার, আবুল কাশেম, রেজাউল করিম প্রমুখ।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডলের আপন বড় ভাই  বীর মুক্তিযাদ্ধা আব্দুল খালেক আগামীতে বাগমারা উপজলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর কমান্ডার পদপ্রার্থী হিসেবে সকল মুক্তিযোদ্ধাদের সাথে গণসংযোগ মতবিনিময় সৌজন্য সাক্ষাত অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় তিনি এই ঈদ পূর্নমিলনীর আয়োজন করায় সকল মুক্তিযোদ্ধাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছেন।