করোনার প্রভাবে শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা|বাগমারা-টাইমস
মোহাম্মাদ আলী তোহা (স্টাফ রিপোর্টার)
করোনা মহামারীর কারণে বিশ্বের সবকিছুই থমকে রয়েছে,জনজীবনে পড়েছে বিরুপ প্রভাব।শত প্রতিকুলতার মাঝেও দেশের অর্থনীতি সচল রাখতে এবং মানুষের জৈবিক চাহিদা পূরণ করতে করোনা মহামারীর কঠোর স্বাস্থ্যবিধি মেনে বাহিরে বের হচ্ছেন সবাই,কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোনভাবেই সঠিক সিদ্ধান্ত আসছে না সরকারি মহল থেকে।
এক বছরের অধিক সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা বিমুখ হয়ে পড়েছে শিক্ষার্থীরা।অনেকে আবার শিক্ষা জীবন থেকে ঝরে পড়েছে,অনেক শিক্ষার্থী বিভিন্ন সামাজিক অপরাধে লিপ্ত হচ্ছে,সবসময় বাসায় থাকার কারণে টেলিভিশন এবং মোবাইলের প্রতি বেশি আসক্ত হচ্ছে অনেক শিক্ষার্থী,ফলে অনলাইন গেমিংয়ের প্রতি আসক্ত অনেক শিক্ষার্থীরাই বিভিন্ন স্নায়ুরোগে ভুকছে।
দেশের প্রায় সবকিছুই মোটামুটি সচল রয়েছে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান একেবারে বন্ধ কে?পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সীমিত পরিসরে ক্লাসের জন্য হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রয়োজন।
দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই ঘাটতি কিভাবে পূরণ হবে সে বিষয়ে খুবই চিন্তিত শিক্ষার্থীরা এবং তাদের পরিবার।দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে।
করোনাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চলছে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাস এর কোন ব্যবস্থা নেই।অনলাইন ক্লাস নিয়ে বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পেরেছি তারা এই অনলাইন ক্লাসে সন্তুষ্ট নন,অনলাইন ক্লাস সরাসরি ক্লাসের মতো প্রভাব ফেলতে পারছে না।তাই যেকোনো মূল্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।