সর্বশেষ খবর

বাগমারা আউচপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু -বাগমারা টাইমস

 




আশিক ইসলাম(স্টাফ রিপোর্টার) বাগমারা টাইমসঃ

রাজশাহীর বাগমারায় পানিতে ডুবে মোছাঃ সাথী খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২২ মে) বিকাল ৫ টায় বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশু সাথী মুগাইপাড়া গ্রামের কালাম আলীর মেয়ে।


পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে শিশুটিকে একাই ছেড়ে দিয়ে বাসার ভেতরে অবস্থান করছিলেন শিশুটির মা সহ অন্যান্য আত্মীয় স্বজনরা। পরে শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখোঁজির পর বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে তুলে আনলে শিশুটিকে মৃত অবস্থায়  পাওয়া যায়। তবে এই ব্যাপারে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। স্থানীয়  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর অনুমতি নিয়ে শিশুটির লাশ দাফন করা হয়।