সর্বশেষ খবর

মহিলাটি বাগমারার বাসিন্দা নয় চারঘাট থানা চীরকুন্ডীর গ্রামের বাসিন্দা




নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় মনিকা আক্তার মৌ (২০) নামের এক মোটর সাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।


বঙ্গবন্ধু সেতু থানার এস আই মজিদ জানান, রাজশাহী জেলার চারঘাট থানার চীরকুন্ডীর গ্রাম থেকে সকালে নিহতের স্বামী আশিকুর রহমানের (২৮) সাথে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সিরাজগঞ্জের মুলিবাড়ী নামক এলাকায় আসলে বিপরীত মুখী একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মনিকা আক্তার মৌ পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনা স্থলে নিহত হন। 


উল্লেখ যে,  ইতিপূর্বে বাগমারা বন্ধন বাগমারা বিভিন্ন ফেসবুকে পেজে বাগমারা ব্যাক্তি উল্লেখ করে পোস্ট করা হয়েছে  বিষয়টি  বাগমারা থানাধীন কেউ না এবং এমন ঘটনা বাগমারায় ঘটে নাই এটি একটি গুজব।