সর্বশেষ খবর

শুভ জন্মদিন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম




স্পোর্টস ডেস্ক বাগমারা টাইমস ঃ

সাল ১৯৮৮ দিনটা ছিলো মে মাসের ৯ তারিখ বগুড়ার মাহবুব হাবিব ও রহিমা খাতুনের ঘর আলো করে জন্ম হয় এক শিশুর যার ডাক নাম মিতু। কে জানতো এই ছেলেটিই একদিন বাংলাদেশের সেরা ক্রিকেট তারকার একজন হতে যাচ্ছে।



 

হ্যা তিনি বাংলাদেশ ক্রিকেটে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। ২০০৬ সালে ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের।


অবশ্য তার আগেই ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। জাতীয় দলের হয়ে ২০২ টি ওয়ানডে খেলে ইতিমধ্যে ৫৪২৪ রান করেছেন তিনি। যার মধ্যে ছয়টি সেঞ্চুরি ও ৩২ টি অর্ধশতক রয়েছে ডানহাতি উইকেটকিপার এই ব্যাটসম্যানের। বাগমারা টাইমসের  পক্ষ থেকে শুভ কামনা ও শুভেচ্ছা। দীর্ঘায়ু কামনা  করি।