বাগমারায় মসজিদ ও ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত
ইসলামী নিউজ ডেস্ক বাগমারা টাইমসঃ
করোনাকালীন সময়ে সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষকে মসজিদে ঈদের নামাজ আদায় করার কথা বলা হয়। বাগমারা উপজেলা সকল মসজিদে পবিত্র মাহে রমজান ঈদুল ফিতরের নামায সকাল ৭.৪৫ ও ৮ টায় বিশেষ জামায়ত অনুষ্ঠিত হয়।
বাগমারাতে মসজিদ ও ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সবাই মাস্ক ও সুস্থবিধি মেনে নামাজ আদায় করে৷ ঈমান সাহেবরা মুসলিম উমার জন্য বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
করোনা থেকে মুক্তি ফিলিস্তিনিদের জন্য মুক্তির কথা বলে ও তাদের জন্য দোয়া করে মসজিদে পুরুষদের পাশাপাশি অনেকে জায়গায় মসজিদে মুসলিদের পরিমাণ হওয়ার ফলে মসজিদে জায়গার কমতি থার ফলে ঈদগাহে সালাত করা এর পাশাপাশি মহিলারা ও নামাজ আদায় করে নিজ বাসায় ছোট পরিসরে সরকারি বিধিনিষেধ সালাত ও দোয়া শেষ করা হয়।