দিনমজুর অসহায় দুস্থদের মাঝে বাগমারা উপজেলা ছাত্রলীগের ঈদ উপহার বিতারণ
স্টাফ রিপোর্টার বাগমরা টাইমসঃ
মঙ্গলবার (১১ মে) রাজশাহী বাগমারা ভবানীগঞ্জ মাথাভাঙ্গা মোড়ে অসহায়, দুঃস্থ, পথচারী ও দিনমজুরদের মাঝে বিকাল সাড়ে তিনটায় এ ঈদ উপহার সামগ্রী হিসেবে লাচ্চা, সেমাই, চিনি, সুগন্ধি চাল বিতরণ করা হয়।
বাগমারা সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হকের নির্দেশে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামের উদ্যোগে ঈদ উপহার বিতারণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, বাগমারা উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক মুকুল হোসেন, যুবলীগ নেতা রাজ্জাক, শাহীন, ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সুমন, ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান রাজু, গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মাহাবুর রহমান, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা রায়হান ইসলাম সহ প্রমুখ।