শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে তাহেরপুরের ৪নং ওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
গতকাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি তে রাজশাহী জেলা বাগমারা থানা তাহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড ব্যাপক ক্ষতি হয়েছে।
এতে করে কৃষকেরা ব্যাপক পরিমানে লোকশানের আশংকা করছে। বিশেষ করে ভারি শিলা বৃষ্টি হওয়ার কারণে ধান, পান বরজ, আম, চাষীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত কাল ভোর রাত্রি সময় বাগমারার উপর দিয়ে বয়ে যায় এক ভয়াবহ কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। প্রায় ৩০ মিঃ এর প্রবল ঝর ও শিলাবৃষ্টি সব লন্ড ভন্ড করে দিয়ে চলে যায়।
জানা যায় উপজেলার তাহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড ও গোয়ালকান্দী, ইউনিয়নে পাট, ধান ও সিং ব্যাপক ক্ষতি হয়েছে। বাগান থেকে ঝরে পড়ছে আম এত করে আম চাষীরা ব্যাপক লোকসানের আশংকা করছেন। এদিকে তীব্র ঝর ও শিলাবৃষ্টির কারনে পাট ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়ে মাঝখান থেকে ভেঙে মাটিতে পরে গেছে। মাটিতে লেপটে গেছে পান বরজ এই মৌসুমে বাগমারার আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকদের সকল ফসলের ভালো ফলোনের আসা করেছিলেন কৃষকেরা ।
কিন্তু তা কৃষকেরা ফসল ঘরে আনার আগে তা নষ্ট করে দিলো কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি, শুধু তাহেরপুর নয় গোয়ালকান্দি, শ্রীপুর, হামিরকুৎসা, মাড়িয়া, যোগীপাড়া, এবং দুগাপুরে কিছু অংশ দিয়ে বয়ে গিয়েছে কালবৈশাখী ঝড়ও শিলাবৃষ্টি। এসময় তাহেরপুর পৌরসভার খয়রা বিলের কৃষক মোঃ আমিন বলেন, আমি ১০ কাঠা জমিতে ঝিংগা ও ১একর জমিতে ধান চাষ করেছি, গত রাতের কাল বৈশাখী ঝর ও শিলাবৃষ্টি তে আার ঝিংগার গাছ ছিরে মাটিতে পরে নষ্ট হয়ে গেছে এবং ধান মাটিতে পরে বড় বড় শিল পারার কারণে ধান শিষ থেকে ঝরে পড়ছে।