সাবেক সাংসদ মেরাজ উদ্দিনের মৃত্যুতে সাংসদ এনামুলের শোক
স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন) । তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এক শোক বার্তায় তিনি বলেন, মেরাজ উদ্দিন মোল্লার মৃত্যুতে রাজশাহীর মানুষ একজন সৎ যোগ্য ও কর্মীবান্ধব নেতা হারালো।
৯ মে রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ৩ মার্চ জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি (এমআই-১৭১এসএইচ) হেলিকপ্টার যোগে তাকে রাজশাহী হতে ঢাকায় স্থানান্তর করা হয়।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকায় প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় আজ রাতে তিনি মারা যান।