৪ নং ওয়ার্ড মথুরাপুরে কালর্ভাট নির্মাণের শুভ উদ্বোধন মেয়র আবুল কালাম আজাদ
স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ
রাজশাহী বাগমারা উপজেলা দুইটি পৌরসভার অন্যতম পৌরসভা তাহেরপুর পৌরসভা। তৃতীয় বারের মতো মেয়র আবুল কালাম আজাদ তার হাত ধরে এগিয়ে যাচ্ছে তাহেরপুর পৌরসভা র নানা রকম কাজ প্রতিনিয়ত মেয়র বিভিন্ন কাজের শুভ উদ্বোধন ও সফল ভাবে শেষ করেছেন এর ধারাবাহিকতা আজ দুপুর তীব্র তাপমাত্রা অপেক্ষা না করে তাহেরপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড সকাল মথুরাপুর রাস্তায়ওপর কালর্ভাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ এইসময় কাজটি সঠিক সুন্দর সফলতার সাথে শেষ করতে পারেন এই কামনা দোয়া পালন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনছুর সহ উক্ত কাজের ঠিকাদার,সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর,পৌরসভার প্রকৌশলী সহ গন্যমান্য পৌর নাগরিক বৃন্দ।