সর্বশেষ খবর

বাগমারা বড় বিহানালী পরিষদে ১০০ জনের মাঝে জিআর ১০ কেজি চাল বিতরণ






প্রিন্স স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ


মাহে রমজান শেষ দশকে এসে গিয়েছে ইতিপূর্বে  তার ধারাবাহিকতা আজ বড় বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন নিজ পরিষদে 

আজ বুধবার বেলা ১২ টার সময় জি আর জনপ্রতি ১০ কেজি করে চাল ১০০ জনের মাঝে বিতরণ  করেন

আজ বুধবার ইউনিয়ন পরিষদে বসে তিনি নিজ দায়িত্বে  কার্যক্রম সুন্দর ভাবে সম্পর্ন  করেন যাতে করে কোন অনিয়ম না হয় এই লক্ষে তিনি কাজ করে যাচ্ছে বার বার।

এই সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন ইউপি মেম্বার গ্রাম পুলিশ সহ আরও অনেকেই।