সর্বশেষ খবর

বাগমারায় সফল করোনা যোদ্ধা ইউএনও’কে ছাত্রলীগের ফুলের শুভেচ্ছা






মাহফুজুর রহমান প্রিন্স (স্টাফ রিপোর্টার)

বাগমারার সফল করোনা যোদ্ধা ইউএনও শরিফ আহম্মদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (২০ মে) বেলা বারোটার দিকে ছাত্রলীগ নেতা-কর্মীরা ইউএনও শরিফ আহম্মেদ এর কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে সফল করোনা যোদ্ধার সম্মান প্রদর্শন করেন। 


এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন সান্টু সহ বেশকিছু নেতাকর্মী। ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, বাগমারার সফল ইউএনও শরিফ আহম্মদ বাগমারায় যোগদানের কিছুদিন পর থেকে দেশব্যাপী করোনা মহামারি শুরু হয়। এই সংকট বাগমারাতেও দেখা দেয়, এ সময় ইউএনও শরিফ আহম্মদ নিজের জীবনের মায়া ও পরিবারের সদস্যদের সংস্পর্শ ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে বিশাল বাগমারার এ প্রান্ত থেকে ও প্রান্তে দিনরাত অভিযান পরিচালনা করেন। 


তিনি সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি করোনা সামগ্রি হিসাবে মাস্ক, পিপিই, সাবান, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। তিনি শুধু এসব সামগ্রী বিতরণ করেই ক্ষান্ত হননি, তিনি এসবের পাশাপাশি করোনার কারণে বিপদগ্রস্ত ও অভাবগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও ওষুধ সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। অনেকের চিকিৎসার ব্যবস্থা করেছেন। 


এছাড়া করোনায় মৃত্যুবরণকারী একাধিক ব্যক্তিকে স্বাস্থ্য বিধি মেনে দাফন কার্যক্রমেও অংশ গ্রহণ করে এলাকাবাসীর ব্যাপক প্রশংসা অর্জন করেন। 


এ প্রসঙ্গ ইউএনও শরিফ আহম্মদ বলেন, অনেক সমস্যা ও সংকটের মধ্যেও আমি মানুষকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি। এই কৃতিত্ব শুধু আমার একার নয়, কঠিন এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পাশে থেকে ডাক্তার, পুলিশ, দলীয় নেতাকর্মী , সাংবাদিক সহ বিভিন শ্রেণী পেশার লোকজন এমনকি ছাত্রলীগের নেতা কর্মীরাও ব্যাপক ভাবে সহযোগিতা করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি সবার প্রতি আবারও আহ্বান রাখছি যেহেতু করোনা সংকট এখনও আমাদর মাঝে বিরাজমান। তাই সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, নিয়মিত মাস্ক ব্যবহার করেন এবং অন্যকে মাস্ক পরিধান করতে উৎসাহিত করেন। শেষে ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে কিছু মাস্ক বিতরণ করেন শরিফ আহম্মদ।