সর্বশেষ খবর

বাগমারা বাজারে লাল লাল লিচু, দাম আকাশ ছোঁয়া

 





মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা টাইমসঃ

বাগমারার হাট বাজার ওঠতে শুরু করছে মৌসুমী ফল লিচু। তবে দাম চড়া। মিষ্টি রসালো এই ফল কার না মন চায়। এখন মধু মাস। এ মাস রসানো তৃপ্তিতে দাম যতই হোক কিছু লিচু তা বাড়িতে নিতেই হয় শিশুদের জন্য। শিশুরা এই টুকটুকে লিচু পেয়ে বেজায় খুশি হয়।

 

গতকাল সোমবার ভবানীগঞ্জ হাটে দেখা মিল মৌসুমী ফল এই লিচুর। তবে দাম ছিল কিছুটা নাগালের বাইরে। মানভেদে প্রতি ১শ লিচু এই হাট বিক্রি হতে দেখা গিয়েছে আড়াইশ থেকে তিনশ টাকা দর। এই করোনা সংকট লিচু বিক্রেতা ক্রেতা পেতে সমস্যা হয়নি। আশেপাশের এলাকার লোকজন যে যার মত হাট এসে তাদের  প্রয়োজনীয় জিনিস কেনাকাটা কর দ্রুত  বাড়ি ফেরার সময় অনেকেই লিচু কিনে নিছেন। 


তাহেরপুর বাজার 



একজন ক্রেতা  জানান, বাজারর এই লিচু পুষ্ট হতে আরও ১০/১২ দিন লাগবে। বাজার নতুন উঠছে তাই সামান্য কিনছি। লিচু বিক্রেতা একজন  জানান, তারা গোটা গাছ কিনে রেখেছেন সেখান থেকে এই লিচু এনেছেন। আস্তে আস্তে দাম কম যাবে, আছে করোনা নিয়ে দুচিন্তা । তাই না পাকতেই লিচুগুলা তারা বাজার এনেছেন। তবে এই বাজার নিচু সহ অন্যান্য ফল বিক্রেতারা ব্যাপক খাজনা নেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। এখান খুরচা পর্যায় প্রতি ১শ পিচ লিচু বিক্রি করলে ১০ টাকা খাজনা দিতে হচ্ছে বিক্রেতারা।  আজ সোমবার হাট  এইদনে বিশেষ করে হাট বসে তাহেরপুর, ভবানীঞ্জ দুইটি পৌরসভায় যা মৌসুমি ফলের দোকান গুলো মেতে ওঠছে মৌসুমি ফল বিক্রয়ের মাধ্যমে।