সর্বশেষ খবর

বাগমারায় চলাচলের পথ বন্ধ করে প্রাচীর নির্মাণের অভিযোগ- বাগমারা টাইমস

 


মাহফুজুর রহমান প্রিন্স, (স্টাফ রিপোর্টার) বাগমারা:

রাজশাহী বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লার এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধ কর প্রাচীর নির্মাণের অভিযাগ পাওয়া গেছে। চলাচলের পথ বন্ধ কর দেওয়ায় এলাকার লোকজনের চলাচল ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রতিকার চেয়ে এলাকার লোকজনের পক্ষ বিভিন্ন দপ্তর লিখিত অভিযাগ দেওয়া হয়েছে।

এলাকাবাসীর পক্ষ দানগাছি গ্রামের জসিম উদ্দিনের লিখিত অভিযাগ সূত্র জানা যায়, যুগ যুগ ধর দানগাছি গ্রামের লোকজন অভ্যন্তরীণ রাস্তা দিয়ে চলাচল কর আসছিলেন। ওই পথ দিয়ে মালামাল নিয়েও চলাচল করেন মহল্লার প্রায় দেড় শতাধিক লোকজন। তবে গত ১০ মে প্রভাবশারী আতর আলী তাঁর লোকজন নিয়ে রাতারাতি চলাচলের পথ বন্ধ কর সেখানে ইটের প্রাচীর নির্মাণ করেন।  এসময় পাড়ার লোকজন স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বাধা প্রদান করলে তারা বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তবে কোনও সমাধান না করে আতর আলী অতিরিক্ত শ্রমিক নিয়াগে করে দ্রুত প্রাচীর নির্মাণ শেষ করেন। লোকজনরা বাধা প্রদান করলে তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকী দেওয়া হয় বলে অভিযাগ করেন। সব শেষ ঈদের আগের দিন প্রতিবেশি পুলিশ কর্মকর্তা উজ্জল হাসান চলাচলের পথ বন্ধ কর প্রাচীর নির্মাণের বিষয়ে জানত চাইলে আতর আলী ও তাঁর স্ত্রী সন্তানরা ওই পুলিশ কর্মকর্তার প্রতি চওড়া হোন। তাঁরা পুলিশ কর্মকর্তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযাগ উল্লেখ করা হয়েছে, নিরুপায় গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযাগ দেওয়া হয়েছে।

অভিযাগকারী জসিম উদ্দিনসহ এলাকার লোকজনরা জানান, চলাচলের পথ বন্ধ কর প্রাচীর নির্মাণ করার কারণ তাঁদের চলাচল সমস্যা হচ্ছে। বাইক বা ভ্যান নিয়ে চলাচল বন্ধ হয় গেছে। হেঁটে কোন রকম পাড়ার লোকজনকে চলাচল করতে হচ্ছে। বিকল্প পথ না থাকায় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযাগ করছেন। পাড়ার লোকজন প্রাচীর অপসারণ করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন। এই বিষয়ে আতর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

উপজলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, লিখিত অভিযোগ টি এখনও দেখেননি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।