বাগমারা তাহেরপুর হতে শিকদারি রাস্তার বেহাল দশা-বাগমারা টাইমস
স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হতে শিকদারি প্রধান রাস্তার বেহাল দশা। রাস্তার একটু পরপর বড় বড় গর্ত ও খানাখন্দ যেন সাক্ষাৎ মৃত্যুকূপ।
প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, মাত্র ৩ বছর আগে নির্মাণ করা সড়কটি এখন চলাচলের প্রায় অযোগ্য।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধিনে প্রায় ১০ কিলোমিটার সড়কের সংস্কারও নেই দীর্ঘদিন।
এদিকে দ্রুত সংস্কারের পাশাপাশি উপজেলার প্রধান সড়কপথ এলজিইডি থেকে সড়ক বিভাগে অধীনে নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এটি রাজশাহী থেকে আত্রাই যাবার প্রধান সড়ক।
স্থানীয়দের অভিযোগ, সড়ক তৈরীর ৩ বছরের মধ্যেই হয়েছে এমন বেহাল অবস্থা।
বিশেষ করে তাহেরপুর হরিতলা বড় ব্রিজ থেকে রামরামা জলপাইতলা ও শিকদারি বাজারে পথ চলাচলের প্রায় অযোগ্য। গেল বর্ষায় কোন কোন স্থানে সামরিক ইট দিয়ে সংস্কার করা হলেও নতুন করে খানাখন্দ সৃষ্টি হয়েছে সড়কের প্রায় ৭০% স্থানেই এমন বেহাল দশা দেখা দিয়েছে।
সরকটির আসে পাশে বসবাসরত স্থানীয় জনগন জানান এই রাস্তাটির কিছু কিছু স্থানে সংষ্কার হলেও রাস্তাটিতে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যা নৃত্যনতুন ভোগান্তি সৃষ্টি হয়েছে।