বাগমারায় সংগ্রামী দলের নতুন কমিটির অনুমোদন-বাগমারা-টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
বাগমারায় জাতীয়বাদী সংগ্রামী দলের নতুন কমিটির অনুমোদন।
বাগমারায় জাতীয়বাদী সংগ্রামী দলের নতুন কমিটির অনুমোদন দিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক রাজশাহী জেলার বাগমারার উপজেলায় নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রাজশাহী জেলা সংগ্রামী দলের সভাপতি মওদুদ আহমেদ মধু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিমেল এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, খোকন হাসান (গনিপুর ইউনিয়ন) কে উপজেলা সংগ্রামী দলের সভাপতি এবং পল্লব শাহ(বাসুপাড়া ইউনিয়ন)সিনিয়র সহ-সভাপতি, আসাদুল ইসলাম (গোবিন্দপাড়া ইউনিয়ন)সহ-সভাপতি, আব্দুল হালিম (তাহেরপুর পৌরসভা) সাধারণ সম্পাদক, এস এম রায়হান খান (সোনাডাঙ্গা ইউনিয়ন) সহ-সাধারণ সম্পাদক, সেজানুর রহমান (গোবিন্দ পাড়া ইউনিয়ন) সহ-সাধারণ সম্পাদক, শুভ (গোয়ালকান্দী ইউনিয়ন) যুগ্ম সম্পাদক, আবু কাউসার (ভবানীগঞ্জ পৌরসভা) যুগ্ম সম্পাদক, এমদাদুল হক (শ্রীপুর ইউনিয়ন) সাংগঠনিক সম্পাদক, আতিকুর রহমান ফয়সাল (নরদাস ইউনিয়ন)সহ-সাংগঠনিক সম্পাদক, সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্ত সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।