ফিলিস্তিনে দখলদার ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে তাহেরপুরে মানববন্ধন
সাওয়াব স্বাধীন স্টাফ রিপোর্টারঃ
ফিলিস্তিনে দখলদার ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বাগমারা তাহেরপুর মানববন্ধন
ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে আজ বুধবার বেলা ৫ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তাহেরপুর পৌরসভা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তাহেরপুর সবস্তরের জনসাধারণ এ মানববন্ধনে আয়োজকরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে সাধারণ মানুষের মধ্যে রাকিব ইসলাম বলেন, একজন মুসলিম হওসাবে মুসলিম পাশে দাঁড়ানো উচিত 'ফিলিস্তিনের হাতে আজ মানবতার পতাকা।সেই পতাকাতলে সারাবিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। মধ্যপ্রাচ্যের অল্প কয়েকটি দেশ ছাড়া সবাই ফিলিস্তিনিদের পক্ষে আছে। এমনকি চীন, রাশিয়াও ফিলিস্তিনের পক্ষে কথা বলছে।'
ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, 'ফিলিস্তিন ভূখন্ড কোনভাবেই ইসরাইলের হতে পারে না। তাই ফিলিস্তিনিদের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে সেখান থেকে ইসরাইলের উচ্ছেদের মাধ্যমেই ইউরোপ-আমেরিকার পুঁজিবাদের পতন ঘটাতে হবে।'