কাল বৈশাখী ঝর ও শিলাবৃষ্টি তে বাগমারায় পাট ক্ষেতের ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে | বাগমারা-টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
গত কাল ভোর রাত্রি সময় বাগমারার উপর দিয়ে বয়ে যায় এক ভয়াবহ কাল বৈশাখী ঝর ও শিলাবৃষ্টি। প্রায় ৩০ মিঃ এর প্রবল ঝর ও শিলাবৃষ্টি সব লন্ড ভন্ড করে দিয়ে চলে যায়।
জানা যায় উপজেলার গোয়ালকান্দী, হামিরকুৎসা, দিপপুর, বাসুপাড়া,মারিয়া ইউনিয়নে পাট ক্ষেতের ব্যপক ক্ষতি হয়েছে। বাগান থেকে ঝরে পরছে আম এত করে আম চাষিরা ব্যপক লোকসানের আসংখা করছেন। এদিকে তীব্র ঝর ও শিলাবৃষ্টির কারনে পাট ক্ষেতের ব্যপক ক্ষতি হয়েছে মাঝখান থেকে ভেঙে মাটিতে পরে গেছে। এই মৌসুমে বাগমারায় প্রায় ৪/৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। যা গত বছরের চাইতে ১হেক্টর বেশি। গোয়ালকান্দী ইউনিয়নের জসেরবিলের পাট চাষি মোঃ জামাল মৃধা বলেন আমার পাট ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে পাট না হওয়ার সম্ভবনা অনেক টাই বেশি বলে ধারনা করছেন।