সর্বশেষ খবর

বাগমারা গনিপুর মাধাইমুড়ি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ জন আহত ২০


স্টাফ রিপোর্টারঃ




রাজশাহী বাগমারাধীন গনিপুর ইউনিয়ন মাধাইমুড়ি গ্রামে  জমাজমির  জের ধরে সংঘর্ষে একজন নিহত।  আহত ২০ জনের মতো বলে জানা গিয়েছে। 


নিহত ব্যক্তির নাম হাবিল কাজী বয়স( ৪৫) তার পিতার নাম আজিমুদ্দিন মাস্টার।  


নিহত এবং অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।

ঘটনায় সাথে সাথে বাগমারা থানার পুলিশ ও সোস ও রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব পরিদর্শন করেন। 


হত্যা ঘটনার পর পর অপরাধীরা এলাকা থেকে পালিয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আহতদের বাগমারা ও রাজশাহী মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সে ভুতি করা হয়েছে। 


এই ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ্দ বলেন, নিহতের মামলা প্রস্তিত চলছে। মামলা হলেই দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।